প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০১:৪৬
বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকালে কক্সবাজার থেকে নগরীতে আসার পথে একটি বাস থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- অলোক ধর (২৫), নারায়ণ ধর (৩৮), জুলি ধর (৩৫) ও গীতা ধর (৩৮)। তারা একই পরিবারের সদস্য বলে জানান পুলিশ কর্মকর্তারা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কর্ণফুলীতে চেক পোস্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশির সময় আটককৃতদের শরীর থেকে ৯ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।'
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।