শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০১:৫৩

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়