শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৩:০৯

আঙিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

আঙিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক

বান্দরবানের আলীকদমে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আয়েশা সিদ্দিকা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সিদ্দিকা হীরামনি (৮) একই এলাকার রুহুল কাদেরের মেয়ে।

নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, আয়েশা সিদ্দিকা তার বড় ভাই রুহুল কাদেরের মেয়ে। বিকেলে দমকা ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির আঙিনায় আম কুড়াতে যায় আয়শা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আম গাছটি দুই ভাগ হয়ে যায় এবং ঘটনাস্থলে আয়শার মৃত্যু হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়