শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০২:১৭

নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪

নওগাঁয় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪
অনলাইন ডেস্ক

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ-রাজশাহী মহাসড়কে মহাদেবপুরের হাট-চকগৌরী এলাকায় সোমবার (৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। নিহত যাত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি মোজাফফর জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। পথে হাট-চকগৌরী এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর অবস্থায় একজনকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপপরিচালক মাহমুদুল হাসান জানান, দুপুর ১টা ১০ মিনিটে আমরা স্থানীয়দের মাধ্যমে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থল আসি। এসে দেখি সিএনজিটি দুমড়েমুচড়ে পড়ে আছে। পরে একে একে সিএনজির ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, তবে এখনও কারও নাম-পরিচয় জানা যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়